Home » » সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু সাধারন টিপস

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু সাধারন টিপস

১. আপনার সাইট সার্চ ইঞ্জিন এ সাবমিট করার আগে এইটি সম্পূর্ণ হইছে কি না,বানান সঠিক হইছে  কি না, এবং এর সবগুল লিঙ্ক কাজ করছে কি না তা নিরছিত হয়ে নিন ।
২. robot.txt ব্যবহার করে কিছু ডিরেক্টর ক্রলিং থাকে বিরত রাখুন।
৩.যদি কন সাইট ডিজাইন এ HTML ব্যবহার না হয় তবে অন্তত এমন কিছু Static content রাখুন যা সার্চ স্পাইডার সনাক্ত করবে।
৪. আপনার সাইট Dmoz এ সাবমিট করা না থাকলে তা করুন।
৫. প্রতিটি সার্চ ইঞ্জিন guide  লাইন ভাল করে পরে তা নিখুত ভাবে অনুসরনের চেষ্টা  করুন।
৬.সকল পেজ এ মেটা ট্যাগ ব্যবহার করুন।
৭. আপনার সাইট এর জন্য সঠিক keyword খুজে পেতে নিম্নক্ত সাইট গুলো visit করুনঃ
সাইট ১ সাইট ২
৮. keyword Density আনাল্যসিস পাবার জন্য নিম্নক্ত সাইট visit করুনঃ
সাইট ৩ সাইট ৪
৯. যদি সাইট এ frame ব্যবহার করেন তবে <noframe></noframe>  ট্যাগ ব্যবহার করুন ।
১০. আপনার সকল content সম্ভব হলে রুট ডিরেক্টর এ রাখুন ।
১১. কন গুরত্তপুরন পেজ এর লিঙ্ক হিসাবে ইমেজ লিঙ্ক ব্যবহার করবেন না।করলেও সেয়খানে ALT ট্যাগ ব্যবহার করুন ।
১২. এক পেজ এ খুব বেশি Topic এক সাথে কাভের করা যাবে না ।
১৩.সিতে এ আপনার Company  এর অ্যাড্রেস যোগ করুন ।
১৪. আপনার হমে পেজ টি যেন Load হতে ৮-১০ Second এর বেশি না লাগে তা লক্ষ্য রাখুন ।
১৫.পাগে এ ব্যবহার করা ইমেজ সমুহ অপটিমাইজেশন এর মারধমে পেজ এর সাইজ জত সম্ভব কম রাখুন ।
১৬. CSS ডেটাকে এক্সতেরনাল ফাইল হিসাবে রাখার চেষ্টা করুন ।
১৭. যেখানে সম্ভব keyword এর বহু বচন বা  লম্বা ভার্সন ব্যবহার করুন ।
১৮. আপনার ওয়েবসাইট এর ডোমেইন Name সাইট এর Primary keyword  এর নামে করার চেষ্টা করুন ।
১৯. আপনার সাইট এর গুরত্তপুরন পেজ গুলো নিয়মিত আপডেট রাখুন ।
২০. নির্দিষ্ট বিরতিতে আপনার সাইট এ কোন ব্রেক লিংক হচ্ছে কি না তা চেক করুন ।
যে সব বিসয় করা যাবে না তার টিপস ঃ
১. ওয়েব পেজ এ এমন কোন Color Combination তয়রে করা যা ভিউএরের  জন্য অসুবিধা সৃষ্টি করে ।
২. ওয়েবসাইট এ খুবত ছোট ছোট টেক্সট ব্যবহার করা ।
৩. ওয়েব পেজ এ content এর সাথে match করে না এমন অপ্রয়োজনীয় অ্যাড যোগ করা ।
কেমন লাগ্ল পোস্ট টি মতামত চায় মাম্মা।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়া পোস্ট টি পড়ার জন্য ।
Share this article :

4 comments:

  1. খুব ভাল লাগলো পোস্ট টি পড়ে । যদিও আপনার এই পোস্ট টি আগে আমি Techtunes.com.bd তে পড়ে ছিলাম। বস সার্চ ইঞ্জিন সম্পর্কে আরও ভাল ভাল পোস্ট চায়।।

    ReplyDelete
  2. আমি চেষ্টা করব আরও নতুন নতুন পোস্ট লিখার জন্ন।ধন্নবাদ পোস্ট টি সময় দিয়া পরার জন্ন।ভাল থাকবেন

    ReplyDelete
  3. Just want to say your article is as astonishing.
    The clarity in your post is just great and i can assume you're an expert on this subject. Well with your permission let me to grab your RSS feed to keep updated with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.

    Also visit my weblog;

    Be an expert of SEO with avowbd step by step part four

    ReplyDelete
  4. সব কিছু এত সহজ না। বলা সহজ করা কাঠিন। সার্চ ইন্জিন বিশেষ করে গুগল এখন অনেক এডভান্স, অতীতের সাথে আকাশ পাতাল ফারাক। সো যেটা করবেন জেনে করবেন, সব টিপসই যে আপনাকে মানতে হবে এমন নয়, কোন টিপসে ভুল থাকতে পারে। তাই যত জানবেন তত শিখবেন, সেই সাথে প্যাকটিস করতে হবে।

    ReplyDelete

 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. নতুন ভোর প্রযুক্তি ব্লগ - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger