গুগল এডসেন্স
আপনার একাউন্ট আপ্রুভ করছেনা? আপনার এডসেন্স একাউন্ট ব্যান হয়েছে? আপনার
ব্লগ থেকে আয়ের কোন সুযোগ পাচ্ছেননা অথবা এডসেন্সের পাশাপাশি অন্যান্য এড
বসাতে চাচ্ছেন? তাহলে দুশ্চিন্তা করার দরকার নাই ! এডসেন্স এর নির্ভরযোগ্য
বিকল্প ব্যাবহার করুন। আপনি বিকল্প পদ্ধতি দ্বারাও প্রচুর কামাই করতে
পারেন। তাই সেরা ও হাই পেয়িং বিকল্প এ্যাড সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে
আজকের এই পোষ্ট
১. Chitika / চিটিকা
এডসেন্স
অন্যতম বেস্ট অল্টারনেটিভ হল চিটিকা। চিটিকা ব্যানার এড, টেক্সট এড ও
মোবাইল এড দিয়ে থাকে। আপনি চাইলে এডের সাইজ, রং ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন
করতে পারেন। চিটিকা পেপালের মাধ্যমে সর্বনিম্ন ১০ ডলার এবং চেকের মাধ্যমে
সর্বনিম্ন ৫০ ডলার অর্থ পরিশোধ করে থাকে।
চিটিকার এপ্রভিং সিস্টেম খুব সহজ। Sign Up Here
১/২ দিনের মধ্যেই আপনার একাউন্ট এপ্রুভ হয়ে যাবে।
পেপাল নাই ? নো চিন্তা! পোষ্টের নিচে কয়েকটা লিঙ্ক দেয়া আসে
২. Infolinks /ইনফোলিংকস
ইনফোলিংকস
জনপ্রিয় একটি এডসেন্স অল্টারনেটিভ। ইনফোলিংকসে ৪ ধরণের এড আছে - 1.
In-search, 2. In-text, 3. In-tag and 4. In-frame এবং ইনফোলিংকসের এড খুব
সহজেই ব্যাবহার করা যায়। ইনফোলিংকস ব্যাবহারে আপনার সাইটের কোন অংশ নষ্ট
হয়না! আপনি আপনার বাংলা সাইটেও ব্যাবহার করতে পারবেন। ইনফোলিংকস পেপালের
মাধ্যমে সর্বনিম্ন ৫০ ডলার এবং ব্যাংক ওয়্যার ও ওয়েস্টার্ন ইউনিয়ন মাধ্যমে
সর্বনিম্ন ১০০ ডলার অর্থ পরিশোধ করে থাকে।
ইনফোলিংকসের এপ্রভিং সিস্টেম খুব সহজ।
১/২ দিনের মধ্যেই আপনার একাউন্ট এপ্রুভ হয়ে যাবে। Sign Up Here
৩. Media.net / মিডিয়া নেট
মিডিয়া
নেট গুগল এডসেন্সের ভালো বিকল্প কিন্তু এর থেকে একাউন্ট এপ্রুভ করা
কঠিন। আপনার যদি ভালো সংখ্যক United States/ United Kingdom/ Canada এর
ভিজিটর থাকে এবং ভালো মানের আর্টিকেল থাকে তাহলে আপনাকে মিডিয়া নেটে
একাউন্টের জন্য রিকুয়েস্ট পাঠাতে হবে। Send A Request
মিডিয়া নেট পেপাল ও ওয়ার ট্রান্সফার মাধ্যমে সর্বনিম্ন ১০০ ডলার অর্থ পরিশোধ করে থাকে।
৪. Bidvertiser/ বিডভার্টাইজার
এ্যডসেন্স
এর অন্যতম বিকল্প হল বিডভার্টাইজার। বিডভার্টাইজার আপনাকে টেক্সট এড,
ব্যানার এড, মোবাইল এড, পপ আপ ও কাস্টমাইজড টুল দিবে। আপনি যে কোন ধরনের
এ্যড ব্যবহার করতে পারেন তবে টেক্সট এড বেটার। বিডভার্টাইজার পেপালের
মাধ্যমে সর্বনিম্ন ১০ ডলার এবং চেকের মাধ্যমে সর্বনিম্ন ৫০ ডলার অর্থ
পরিশোধ করে থাকে।
বিডভার্টাইজার এপ্রভিং সিস্টেম খুব সহজ। Sign Up Here
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার একাউন্ট এপ্রুভ হয়ে যাবে।
৫. Clicksor /ক্লিকসর
ক্লিকসর
এর বিভিন্ন ফরম্যাটের এড আছে যেমন Inline text links, Text Banners,
Graphical / Rich Media Banners, Graphical Banners, Pop-unders,
Interstitial Ads ইত্যাদি।
ক্লিকসর পেপাল ও চেকের মাধ্যমে সর্বনিম্ন ৫০ ডলার এবং ওয়ার ট্রান্সফার মাধ্যমে সর্বনিম্ন ১০০০ ডলার অর্থ পরিশোধ করে থাকে।
### আপনি যদি এডসেন্স প্রকাশকও হয়ে থাকেন তাহলেও পাশাপাশি এডসেন্স অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন।
আপনার জন্য কোনটা ভালো হবে?
এটা নির্ভর করবে আপনার সাইটের বিষয়, ট্রাফিক ও এসইও এর উপর। যত বেশি ভালো পোষ্ট ও ভিজিটর তত বেশি ইনকাম অপরচুনিটি!
ধনাবাদ ভাই, দারুন পোষ্ট। আশাকরি আমার এবং অন্যদের কাজে লাগবে।
ReplyDeleteচাইলে আমার নিজের তৈরি করা ব্লগটি ঘুরে আসতে পারেন। আর হ্যা ভাল লাগলে মন্তব্য করবেন। Techtunesu